এখন থেকে গ্রাহকরা সেবা নিতে পারবেন বলে জানিয়েছে বিআরটিএ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস পুনরায় চালু হয়েছে। এখন থেকে গ্রাহকরা সেবা নিতে পারবেন বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
সোমবার (১৯ আগস্ট) এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিআরটিএ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা, অগ্রিম আয়কর দেওয়া, ইত্যাদি সকল সেবা কার্যক্রম চালু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এসব কাজ করাতে না পেরে সমস্যায় ছিলেন, তাদের দ্রুত বিআরটিএ সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এবি