ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:০৯, ১৮ আগস্ট ২০২৪

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ 

পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন চাকরি হারানো পুলিশ সদস্যরা 

বিভিন্ন সময়ে চাকরি হারানো পুলিশ সদস্যরা তাদের চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। 

রবিবার (১৮ আগস্ট) দুপুরের পর থেকে পুলিশ সদর দপ্তরের গেটের সামনে অবস্থান নেন কয়েকশ পুলিশ সদস্য। এর ফলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর দপ্তরের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন।

জানা গেছে, সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে তারা বিক্ষোভ ও অবস্থান করলেও বিকেল প্রায় ৫টা পর্যন্ত পুলিশ প্রধান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি।

আন্দোলনকারীদের অভিযোগ, তাদের বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যারা আদালত ও বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত। তারা নির্বাহী আদেশের মাধ্যমে চাকরি পুনর্বহালের দাবি তুলছেন।

তারা জানান, বিসিএস পুলিশ কর্মকর্তারা চাকরি ফিরে পেলেও, তারা কেন পাবেন না? বিশেষ করে যারা বিভাগীয় মামলা ও আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের চাকরি বহালের কোনো কারণ থাকা উচিত নয়।

শহিদ

×