ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

একাত্তরের সাবেক কর্মী মিথিলা ফারজানার নিয়োগ বাতিল

প্রকাশিত: ১৪:০৫, ১৮ আগস্ট ২০২৪

একাত্তরের সাবেক কর্মী মিথিলা ফারজানার নিয়োগ বাতিল

তিনি আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে সদ্য নিযুক্ত মোবাশ্বিরা ফারজানা মিথিলার (মিথিলা ফারজানা) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাশ্বিরা ফারজানা মিথিলা ছাড়াও কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর অপর্ণা রাণী পালের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়।

২০২৩ সালের ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক ও কাউন্সেলর হিসেবে মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

এবি 

×