ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পলক ও টুকু গ্রেপ্তার

প্রকাশিত: ০০:২০, ১৫ আগস্ট ২০২৪

পলক ও টুকু গ্রেপ্তার

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেন।

বুধবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি কমিশনার জানান, পল্টন থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে আজ রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারেরর কথা জানায় পুলিশ।

আশিক

×