ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসী

প্রকাশিত: ১৩:০৪, ১৪ আগস্ট ২০২৪

ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসী

অন্ত‍‍র্ব‍‍র্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্ত‍‍র্ব‍‍র্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদের পক্ষে ১৯ জুলাই বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিলও করেন প্রবাসীরা। 

এর জেরে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশি সাজা ভোগ করছেন। এমন বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থন জানিয়ে বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা।

আরও পড়ুন : সারারাত জুড়ে কাদেরকে আটকের গুঞ্জন!

ফেসবুকে সিঙ্গাপুর প্রবাসীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশিরা দী‍‍র্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা বলেন, নতুন সরকার তাদের কাঙ্খিত এই সরকারকে অ‍‍র্থনৈতিকভাবে সাপো‍‍র্ট দিতে এবং দেশের বৈদেশিক মূদ্রার রিজা‍‍র্ভ বাড়াতে প্রবাসীরা আন্তরিকভাবে চেষ্টা করছে। তাই হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ উপায়ে ব্যাংকিং মাধ্যমে সকল দেশের প্রবাসী বাংলাদেশিকে টাকা পাঠাতে অনুরোধ করেছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আর গেল জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি মার্কিন ডলার। যা ছিল গেল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। দেখা যাচ্ছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কম এসেছে ৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

এবি 

সম্পর্কিত বিষয়:

×