ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

প্রকাশিত: ১০:২০, ১৩ আগস্ট ২০২৪

ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

সোমবার (১৩ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন শফিকুল আলম।

তিনি লিখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, স্যার (ড. ইউনূস) আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি উনার প্রেস সচিব হবো কি না। এটা আমার জন্য বড় পাওয়া। আমিও সম্মতি দিয়েছি।

 এসআর

×