সংগৃহীত ছবি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর দুপুর ২টা থেকে প্রায় ৩০ মিনিটের মতো চলে এই গোলাগুলি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারাগারের আশেপাশের এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ধারণা করছেন, কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরে বিদ্রোহ শুরু করেছেন। এ কারণে হয়তো গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছে কারা কর্তৃকপক্ষ। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে কারাগারে প্রবেশ করেছে।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, কিছু বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গুলি করেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বাইরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
এসআর