ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সঙ্গে আছেন শেখ রেহানা

পদত্যাগের পর শেখ হাসিনার দেশত্যাগ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ৬ আগস্ট ২০২৪

পদত্যাগের পর শেখ হাসিনার দেশত্যাগ

শেখ হাসিনা

সরকারের পদত্যাগের ছাত্র-জনতার এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেলা আড়াইটার দিকে তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে যাত্রা করেন। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে বিভিন্ন বিদেশী গণমাধ্যম থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছে। 
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে ধারণা করা হয়। 
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এ বছরের ১১ জানুয়ারি। এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। এতে বিএনপিসহ অন্যান্য দল অংশ নেয়নি। চতুর্থ দফা ক্ষমতায় আসার ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে তিনি সোমবার পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছেড়েছেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সোমবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। 
দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার আন্দোলনের মধ্যেই দেশ ছাড়লেন সরকারপ্রধান শেখ হাসিনা। আন্দোলনকারীরা সবশেষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। বেলা আড়াইটার দিকে তারা গণভবনে ঢুকে হাত উঁচু করে উল্লাস করতে থাকে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত গণভবনে অবস্থান করে অনেককেই ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। 
নয়াদিল্লিতে শেখ হাসিনা ॥ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে  তিনি অবতরণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের অপর একটি গণমাধ্যমে বলা হয়েছে, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকে হিন্দন বিমানঘাঁটিতে  অবতরণ পর্যন্ত এটির গতিবিধির ওপর নজর রেখেছিল ভারতীয় বিমান বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলো। গাজিয়াবাদ ভারতের এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) অঞ্চলের অংশ। দিল্লির খুব কাছে অবস্থান হলেও কার্যত এটি উত্তর প্রদেশের অংশ।
এদিকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু। এতে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে থাকা তার বোন শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক। তাই তার রাজনৈতিক আশ্রয়ের দরকার নেই।
এদিকে ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে, নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন। সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। 
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। একটি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারযোগে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান। সেখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। এর পর তারা ভারতে চলে গেছেন।

×