ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

একাত্তর-মাইটিভি কার্যালয়ে ভাঙচুর, ডিবিসি-এটিএন ও সময় টিভিতে আগুন

প্রকাশিত: ১৯:৪৩, ৫ আগস্ট ২০২৪

একাত্তর-মাইটিভি কার্যালয়ে ভাঙচুর, ডিবিসি-এটিএন ও সময় টিভিতে আগুন

সময় ও একাত্তর টিভি

আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার রাজধানীর বিভিন্ন স্থাপনা ও টেলিভিশন কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুদ্ধ জনতা। 

আওয়ামী লীগ সরকারকে সমর্থনকারী বিভিন্ন মিডিয়ায় এ অগ্নিসংযোগ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং হাতিরঝিলে মাইটিভির স্টেশনে ভাঙচুর চালানো হয়। 

এদিকে, ডিবিসি নিউজ, এটিএন বাংলা ও সময় টেলিভিশনে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। 

এর আগে, বিক্ষোভকারীরা গণভবণ, জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর চালান।

 

এম হাসান

×