ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অসহযোগের মধ্যেই আন্দোলনকারীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা 

প্রকাশিত: ১৬:১৫, ৪ আগস্ট ২০২৪; আপডেট: ১৬:৩০, ৪ আগস্ট ২০২৪

অসহযোগের মধ্যেই আন্দোলনকারীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা 

আজ দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।ফাইল ফটো 

অসহযোগ আন্দোলনের মধ্যেই আজ দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । 

রবিবার এক বার্তায় জানানো হয়, আগামীকাল ‘সোমবার (৫ আগস্ট) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান সমূহে স্মৃতিফলক উন্মোচন’ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান। 

ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। বার্তায় জানানো হয়,  পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। 

এদিন সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। 

কর্মসূচি সফলের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। 

তাসমিম

×