কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।
শুক্রবার (২ আগস্ট) বিকেল তিনটার দিকে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে বিকেল ৪টায় টিএসসি হয়ে শহীদ মিনারে এসে জড়ো হন। এ সময় ঢাবির বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষককেও দেখা গেছে।
এ দিন বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি শেষ করে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন আন্দোলনকারীরা।
শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। এ সময় তারা গানের মাধ্যমেও বিক্ষোভ প্রদর্শন করেন।
শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়।
এসআর