ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা ॥ প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ২৩ জুলাই ২০২৪

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা ॥ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের সকল নাগরিকের জন্য সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। মঙ্গলবার নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, সামাজিক কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধু স্ক্যানডিনেভিয়ান দেশগুলোকে অত্যন্ত পছন্দ করতেন। তিনিও (বঙ্গবন্ধু) এদেশে স্ক্যানডিনেভিয়ান দেশগুলোর ধাঁচে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার স্বপ্ন দেখেছিলেন। এই সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসর।   
বৈঠক প্রসঙ্গে নাঈমুল ইসলাম খান বলেন, মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এস্পান রিকটার ভেন্ডসেন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। নরওয়ের রাষ্ট্রদূত কোটা সংস্কার নিয়ে সরকারের গেজেট প্রকাশ এবং একই ইস্যুতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 
এ সময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি নরওয়েতে বাংলাদেশের দূতাবাস খোলার অনুরোধ জানান। অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নরওয়েতে একটি দূতাবাস স্থাপনের বিষয় ইতিবাচকভাবে চিন্তা করছে এবং উপযুক্ত সময়ে এটি  চালু করা হবে। এ সময় এস্পান রিকটার ভেন্ডসেন করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, আমি কোভিড-১৯ সংক্রমণের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসি। তিনি বলেন, এই মহামারি মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ সত্যিই প্রশংসাযোগ্য।

নরওয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির জনগণের প্রতি ধন্যবাদ জানান। এর উত্তরে নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিকভাবে নরওয়ে ফিলিস্তিনিদের প্রতি অত্যন্ত আন্তরিক। আমরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের সহায়তা দিয়ে আসছি। এই সাক্ষাতের সময় এস্পান রিকটার ভেন্ডসেন বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া।

×