ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

২০ মিনিটি বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু

প্রকাশিত: ১৯:০৩, ৭ জুলাই ২০২৪

২০ মিনিটি বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু

মেট্রোরেল

বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর মেট্রোরেল ফের চলাচল শুরু হয়েছে।

রবিবার (৭ই জুলাই) দুপুর ২টা ২৭ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন যাত্রীরা। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় দুপুর ২টা ৫৪ মিনিটে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়।

মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রবিবার দুপুর ৩টার দিকে এ তথ্য জানিয়েছে। এর আগে আড়াইটার দিকে এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, দুপুর ২.২৭ মিনিট থেকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

উল্লেখ্য ২০২৩ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। 
 

শহিদ

সম্পর্কিত বিষয়:

×