ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

রাজধানীর মিরপুরে রাসেল ভাইপার ভেবে মারা হলো নিরীহ ঘরগিন্নি সাপ

প্রকাশিত: ১১:৪০, ৩ জুলাই ২০২৪

রাজধানীর মিরপুরে রাসেল ভাইপার ভেবে মারা হলো নিরীহ ঘরগিন্নি সাপ

মিরপুর ১ নম্বরে একটি বাসায় একটি সাপ মারা হয়

রাজধানী ঢাকার মিরপুরে রাসেল ভাইপার ভেবে মারা হয়েছে নিরীহ, নির্বিষ ঘরগিন্নি সাপ। যদিও প্রথমে স্থানীয় বাসিন্দারা সাপটির সাথে রাসেল ভাইপারের মিল দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। 

সোমবার (১ জুলাই) সকালে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডের একটি বাসায় রাসেল ভাইপার ভেবে ঘরগিন্নি সাপটি মেরে ফেলা হয়। এ ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শাহ আলী থানার এসআই শাহিদুল ইসলামের চিড়িয়াখানা রোডস্থ বাসার বাথরুমে একটি সাপ দেখা যায়। পরে সাপটি পিটিয়ে মারা হয়। এ সময় এসআই শাহিদুল থানায় ডিউটিতে ছিলেন।

এ বিষয়ে এসআই শাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে ডিউটিতে থাকা অবস্থায় আমার স্ত্রী ফোন করে বলে বাথরুমে একটি সাপের বাচ্চা দেখে পিটিয়ে মারা হয়েছে। আমি সাপের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলি। সাপ দেখে মনে হলো এটি রাসেল ভাইপারের বাচ্চা। দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। পরিচিত অনেকে দেখে নিশ্চিত হয়েছেন এটি রাসেল ভাইপার। সাপের ছবি ফেসবুকে দেওয়ার পর অনেকে রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন।এখন সাপটি কোথায় আছে- জানতে চাইলে তিনি জানান, এটা তো বাচ্চা সাপ। মারার পর সাপটি কাক নিয়ে গেছে।

এ বিষয়ে শাহ আলী থানার ওসি তারিকুজ্জামান বলেন, থানার এক কর্মকর্তার বাসায় একটি সাপ পাওয়া গেছে। সাপ দেখামাত্র ওই কর্মকর্তার স্ত্রী ও ছেলে মিলে সাপটিকে পিটিয়ে মেরেছেন। আমি সাপটির ছবি দেখেছি। তবে রাসেল ভাইপার কি না নিশ্চিত না।

তবে সাপ নিয়ে জনসচেতনতা সৃষ্টিকারী ডিপ ইকোলজি এন্ড স্ন্যাক কনসার্ভেশন ফাউন্ডেশন এর 
পরিচালক ইফতেখার মাহমুদ জানান, আমাদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে অনেকেই পোস্ট করেন। আমাদের রিসার্চ টিম ছবি দেখে নিশ্চিত হয়েছেন সাপটি রাসেল ভাইপার নয়, এটি মূলত ঘরগিন্নি সাপ। এসময় তিনি জানান, এ ধরণের সাপ আমাদের পরিবেশের জন্য অতান্ত উপকারী। আমাদের উচিৎ সাপ না মারা। এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা। 

এবি 

×