ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেট্রোরেলে একযাত্রী আরেক যাত্রীকে কামড়, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২০:৫৬, ২ জুলাই ২০২৪; আপডেট: ২১:০২, ২ জুলাই ২০২৪

মেট্রোরেলে একযাত্রী আরেক যাত্রীকে কামড়, ভিডিও ভাইরাল

একযাত্রী আরেক একযাত্রীকে কামড়ে দিয়েছে।

রাজধানী ঢাকায় দ্রুত গন্তব্য স্থলে পৌঁছাতে মেট্রোরেলের চাহিদা তুঙ্গে। স্বস্তির জন্য মেট্রোরেল চালু করা হলেও মানুষের জনপ্রিয়তার কারণে প্রতিদিনই অনেক ভিড় থাকে মেট্রোরেলে। তিল ধারণের ঠাঁই থাকে না ভেতরে। ফলে যাত্রীদের মধ্যে ঘটছে ঠেলাঠেলির ঘটনা। 

এবার মেট্রোরেলে ঠেলাঠেলির কারণে ঘটেছে আজব এক ঘটনা। দুই যাত্রী ঝগড়া করে একযাত্রী আরেক একযাত্রীকে কামড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আর সেই ভিডিও মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।ভিডিওতে একজন বলছেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। ওনি বলতেছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।’

ঝগড়ায় লিপ্ত আরেকজন বলছেন, ‘আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিছে।’ তবে তাদের নাম পরিচয় না জানা যায়নি।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×