ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

আনার হত্যা

বাংলাদেশে গ্রেপ্তারদের পাঠানো হতে পারে ভারত

প্রকাশিত: ১১:২৮, ৩০ জুন ২০২৪

বাংলাদেশে গ্রেপ্তারদের পাঠানো হতে পারে ভারত

আনোয়ারুল আজীম আনার। ফাইল ফটো

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে। এ বিষয়ে দুই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। 

শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শনিবার (২৯ জুন) তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির এক কর্মকর্তা জানান, আনার হত্যাকাণ্ডে ভারতের কলকাতা সিআইডিও তদন্ত করছে। এ হত্যাকাণ্ডে দুই দেশে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশে সাতজন, ভারতে দুজন। তদন্তের প্রয়োজনে দেশে গ্রেপ্তার আসামিদের ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদ করবে।

ডিবির এক কর্মকর্তা জানান, আনার হত্যার ঘটনায় পরোক্ষভাবে জড়িত আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবি বলছে, আনার হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনিচক্রের মধ্যে অর্থ নিয়ে বিরোধ হয়। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া যায়। তাদের ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

এসআর

×