ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দাম বাড়ছে না স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের

প্রকাশিত: ১৯:২৯, ৬ জুন ২০২৪

দাম বাড়ছে না স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের

স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার

স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এতে নারীদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ এ পণ্যের দাম বাড়বে না।

একই প্রস্তাবে শিশুদের জন্য প্রয়োজনীয় ডায়াপারের কিছু কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

সেখানে তিনি বলেন, “নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে কিছু কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০২৫ সাল পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।” এর আগে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছিল।

সেই অব্যাহতির মেয়াদই বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

 

শহিদ

সম্পর্কিত বিষয়:

×