ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৩:১৪, ৩১ মে ২০২৪

মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমারের রোহিঙ্গা কিংবা অন্য কোনো নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গা কিংবা মিয়ানমারের অন্য কোনো নাগরিক, কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। রোহিঙ্গারা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। তাদের নিয়ন্ত্রণে বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীও কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘ক্যাম্পে খুনখারাবি ও রক্তপাত বন্ধ করা, কোন দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুরু হয়। সভা শেষ হয় রাত ১২ টায়।

বারাত

×