ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

মারা গেছেন সাবেক বিচারপতি আনোয়ার উল হক 

প্রকাশিত: ১১:৩৮, ২৬ মে ২০২৪

মারা গেছেন সাবেক বিচারপতি আনোয়ার উল হক 

আনোয়ার উল হক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন।

শনিবার (২৫ মে) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিচারপতি আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন : সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ জব্দ ও ক্রোকের প্রক্রিয়া শুরু

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান জানান, রবিবার (২৬ মে) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

 এসআর

সম্পর্কিত বিষয়:

×