ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা 

প্রকাশিত: ১৫:০৭, ১২ মে ২০২৪

নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা 

শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় গিয়েছিলেন। 

শনিবার (১১ মে) রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা। ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নিক্সন চৌধুরী। 

আরও পড়ুন : সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে

রবিবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়...।ফেসবুকে সাতটি ছবিও পোস্ট করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা গেছে। এছাড়া, তাদের সঙ্গে ছিলেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×