ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ১১:০৬, ৯ মে ২০২৪

উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচন।

প্রথম ধাপে দেশের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গতকাল সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়। এ ধাপে মোট এক হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

আর ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হলেন যারা- 

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ চেয়ারম্যান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শাহিনুর রহমান ভাইস চেয়ারম্যান এবং পারুল বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিরামপুরে বিপুল ভোটে পারভেজ কবির চেয়ারম্যান, আতাউর রহমান (চশমা) ভাইস চেয়ারম্যান ও আমেনা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

মাগুরা: মাগুরা সদর উপজেলায় আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ও শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিয়ত উল্লাহ রাজন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বনিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন খান চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৪৩৩ ভোট। 

বান্দরবান: সদর উপজেলায় আব্দুল কুদ্দুস এবং আলীকদমে জামাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুদ্দুস জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ফারুক আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহাইনু মারমা বিজয়ী হয়েছেন। আলীকদমে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের রিটন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর: মেহেরপুর সদরে আনারুল ইসলাম চেয়ারম্যান, হাশেম আলী ভাইস চেয়ারম্যান এবং লতিফুন্নেছা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মুজিবনগরে আমাম হোসেন মিলু চেয়ারম্যান, বি এম জাহিদ হাসান রাজীব ভাইস চেয়ারম্যান এবং তকলিমা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলা পরিষদে ওয়াছেল কবির এবং নড়িয়া উপজেলা পরিষদে এ কে এম ইসমাইল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদেরমধ্যে ওয়াছেল কবির এবার প্রথম নির্বাচনে অংশ নেন। ইসমাইল হক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গাজীপুর: গাজীপুর সদরে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রীনা পারভীন পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। মতলব উত্তর উপজেলায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক। মতলব দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল। মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিয়াজউদ্দিন রিয়াজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী।

কুমিল্লা: কুমিল্লার তিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন, মেঘনা উপজেলায় নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম তাজ। তিনি পেয়েছেন ১৮ হাজার ৭০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদের চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১৮ হাজার ৩০৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী দিলারা শিরিন পেয়েছেন ২০ হাজার ৩৫০। তিনি বিএনপির সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

লাকসাম উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী ইউনুস ভূঁইয়া নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মহব্বাত আলী তালা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের পড়শী সাহা ৮৪ হাজার ৩৪২ ভোট পেয়েছেন।

মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তিনি ঘোড়া প্রতীকে ৭০ হাজার ৩৪৮ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আমিরুল ইসলাম ৭৯ হাজার ৬৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিন আক্তার ৭৫ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুইজন এবং বিএনপির একজন বিজয়ী হয়েছেন। রাত ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেলকে হারিয়ে বিজয়ী হন আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৩৯১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউল করিম রাসেল পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।

আনারস প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহাবায়ক ডেভিড রানা চিসিম। তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান আকন্দ সাগর ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৩৪৮ ভোট।

হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুল হামিদ। তিনি ভোট পেয়েছেন ৩৪ হাজার ১৮৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট।

নওগাঁ: নওগাঁর তিন উপজেলাতেই বর্তমান চেয়ারম্যানরা পুনরায় নির্বাচিত হয়েছেন। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তারা পৃথকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। বদলগাছীতে কৈ মাছ প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ২১ হাজার ৯২ ভোট পেয়েছেন।

পত্নীতলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. আব্দুল গাফ্ফার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬২ হাজার ৭৮৮ ভোট। ধামইরহাটে আনারস প্রতীকের প্রার্থী মো. আজাহার আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়েছেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ৩টি উপজেলা নির্বাচনে বেসরকারিভাব নির্বাচিত হয়েছেন রৌমারী উপজেলায় শহিদুল ইসলাম শালু-কাপ পিরিচ, চিলমারী উপজেলায় রুকনুজ্জামান শাহিন-আনারস এবং রাজিবপুর শফিউল আলম-আনারস প্রতীক। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

শহিদুল ইসলাম শালু রৌমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি ২৪ হাজার ৫০৪ ভােট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। চিলমারী উপজেলা নির্বাচন রুকনুজ্জামান শাহিন-আনারস প্রতীক ২৮ হাজার ১৯৪ ভােট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চিলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। রাজিবপুর উপজলায় শফিউল আলম আনারস প্রতীক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভােট পেয়েছেন ১৭ হাজার ৭৪৬ ভোটে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তিন উপজেলা কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা। সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট।

উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহম্মেদ বচন তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন।
কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি।

পাকুন্দিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এমদাদুল হক জুটন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এ. কে. এম. ফজলুল হক বাচ্চু। তিনি পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন শামসুন্নাহার বেগম। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট।

রাঙামাটি: রাঙামাটির ৪ উপজেলার রাঙ্গামাটি সদর, বরকল, জুরাছড়ি এবং কাউখালীতে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে ৪ উপজেলায় ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী অন্ন সাধন চাকমা দোয়াত কলম মার্কায় ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুদ্দোহা চৌধুরী আনারস মার্কায় ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরকল উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী বিধান চাকমা দোয়াত কলম মার্কায় ১১ হাজার ৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জ্ঞানেন্দু বিকাশ চাকমা আনারস মার্কায় পেয়েছেন ৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিলেট: সিলেটের চার উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম এবং বিশ্বনাথ উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী।

বরিশাল: বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম।

অন্যদিতে বাকেরগঞ্জ উপজেলায় রাজিব আহম্মেদ তালুকদার (প্রতীক কাপ পিরিচ) ৩৭ হাজার ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া বাকি দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ ফিরোজ আলম খান (দোয়াত কলম) পেয়েছেন ১ হাজার ৫১ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম খান (মোটরসাইকেল) পেয়েছেন ২৮৩ ভোট। এ উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে মোট ভোট গ্রহণ হয়েছে ৭৪ হাজার ৩৭ জনের। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ এক হাজার ২০২ জন। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি বলেন, সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো খান শামীম রহমান (ওছি খা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খান শামীম রহমান চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিউটি আক্তার হাস প্রতীকে ১৯ হাজার ৩৫৬ ভোট ও সোহেলী পারভীন কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট।

পাবনা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন, বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু এবং সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ভোট সংখ্যা কম হলেও প্রার্থীদের ভোটের ব্যবধান কম।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। তিনি পেয়েছেন ৩১ হাজার ৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন পেয়েছেন ২০ হাজার ১৬৪ ভোট। বিএনপি থেকে বহিষ্কৃত জাহিদুর রহমান তুষার পেয়েছেন ৯ হাজার ৪০০ ভোট। সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপপিরিচ) ও কমলনগরে মাওলানা খালেদ সাইফুল্লাহ (মোটরসাইকেল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সালেহ উদ্দিন রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা আক্তার সুমী (কলস) নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল ২৯ হাজার ৬৯৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নাজিম উদ্দিন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম (হাঁস) নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মুরাদুজ্জামান মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ জানান, ফরিদপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে ভোটের আগের দিন কারাবন্দি হয়েও ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে জিতলেন সামচুল আলম চৌধুরী।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার (৭ মে) ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় নির্বাচনের আগের দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলায় আনারস প্রতীকের মো. সফিকুল ইসলাম ও হরিপুরে মোটরসাইকেল প্রতীকের মো. আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. দলিল উদ্দিন। অপরদিকে হরিপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান।

বালিয়াডাঙ্গী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫১ হাজার ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বই প্রতীকের মো. মোমিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শীমা আক্তার। হরিপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল ইসলাম সকার টিউবওয়েল প্রতীকে ৪১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আসিয়া বেগম কলস প্রতীকে নির্বাচিত হয়েছেন।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. রুহুল আমীন বাবুল আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন। অপরদিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লিয়াকত হোসেন বাচ্চু কাপপিরিচ প্রতীকে নির্বাচিত হয়েছেন। পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মোফাজ্জল হোসেন টিউবওয়েল প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতীকে বিজয়ী হয়েছেন। অপরদিকে, হাতীবান্ধায় ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন মাইক প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা সাথী নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের নির্বাচনে প্রদীপ রায় (দোয়াত কলম প্রতীকে) ৩০ হাজার ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রঞ্জন রায় (ঘোড়া প্রতীকে) ১৯ হাজার ৯০৬ ভোট পেয়েছেন। বুধবার রাতে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

নাটোর: টানা তৃতীয়বারের মতো নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজান। এছাড়া, সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. শরিফুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার নির্বাচিত হয়েছেন।

এদিকে, সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনিছুর রহমান লিখন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হক রোজী নির্বাচিত হয়েছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন দেলোয়ার হোসেন। অপরদিকে নলডাঙ্গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়য়ার রবিউল ইসলাম।

যশোর: যশোরে কেশবপুর উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মফিজুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আর মণিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

কেশবপুরে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রাবেয়া খাতুন। এদিকে মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সন্দীপ কুমার ঘোষ টিউবয়েল প্রতীকে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী জলি আক্তার কলস প্রতীকে বিজয়ী হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামীমা ইয়াসমীন।

গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনরস প্রতীকের প্রার্থী মো. আশরাফ হোসেন (আলিম)। ভাইস চেয়ারম্যান পদে মু. হাসানুজ্জামান নুহ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা জয়লাভ করেছেন। এছাড়া ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোহা. কামালউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. শাহজাদি খাতুন জয়লাভ করেছেন।

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে মোহাম্মদ এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান পদে মো. সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কিলসুম কলি বিজয়ী হয়েছেন।
এ উপজেলায় ১১৩টি কেন্দ্রের মোট ভোট পড়ে ৬৩ হাজার ২ শত ৮ ভোট। মোট ভোট সংগ্রহের হার ১৬.৯৮ শতাংশ।

বগুড়া: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার তিন উপজেলার দুইটিতে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহদারা মান্নানের ভাই ও ছেলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সোনাতলা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্যসের ভাই মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীকে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া সারিয়াকান্দি উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্যের ছেলে মোহাম্মদ সাখওয়াত হোসেন। গাবতলী উপজেলায় ৪১ হাজার ৬০৯ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন অরুন কান্তি রায় সিটন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য।

নরসিংদী: নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের আনোয়ার হোসেন ও পলাশে কাপ পিরিচ প্রতীকের সৈয়দ জাবেদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আনোয়ার হোসেন নরসিংধী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক ও সৈয়দ জাবেদ হোসেন পলাশ যুবলীগের সভাপতি। বুধবার রাত ১১টায় নরসিংদী সদর উপজেলা হলরুমে ও পলাশ উপজেলা পরিষদের হলরুমে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

খাগাড়ছড়ি: খাগাড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোছা. আমেনা বেগম।

মানিকছড়ি উপজেলা পরিষদে বতর্মান চেয়ারম্যান ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি চলাপ্রু মারমা নিলয় মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান আরফিন লাকী নির্বাচিত হয়েছেন।

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা ও নারী ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রোমা আক্তার ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মো. শের আলম জয়লাভ করেছে। রোমা আক্তার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শের আলম সরাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। নাসিরনগরে এই প্রথম কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় (নোয়াখালী-৪ আসনের) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী ৭০৩ ভোটে জয়লাভ করেছেন। বুধবার (৮ মে) রাত ৯টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৬১ কেন্দ্রে আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। নির্বাচনে অন্যান্য পদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল্যাহ আল মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আহমেদ (ফুটবল) ৫৬ হাজার ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী মোছা. রুনা আক্তার জয়ী হয়েছেন। অন্যদিকে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা।

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজাম উদ্দীন খান মোটরসাইকেল প্রতীকে ৩৬ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত মুক্তারুল হক মুকু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮৬৬ ভোট। আটোয়ারী উপজেলায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএস মো. শাহনেওয়াজ প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×