ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সুবিধা বঞ্চিতদের সুদমুক্ত ঋণ দিচ্ছে কেকে ফাউন্ডেশনের ‘প্রোজেক্ট স্বনির্ভর’

প্রকাশিত: ২০:৩৭, ৪ মার্চ ২০২৪; আপডেট: ২০:৩৮, ৪ মার্চ ২০২৪

সুবিধা বঞ্চিতদের সুদমুক্ত ঋণ দিচ্ছে কেকে ফাউন্ডেশনের ‘প্রোজেক্ট স্বনির্ভর’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকে ফাউন্ডেশন ও এক্স ইনডেক্স কোম্পানির চেয়ারম্যান, স্থপতি মোঃ মাজহারুল কাদের

কেকে ফাউন্ডেশনের ‘কর্য এ হাসনাহ- স্বনির্ভর প্রোজেক্ট’- এর অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর গুলশান -এর এক্স ইনডেক্স কোম্পানির অডিটোরিয়ামে সুদমুক্ত ঋণদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ‘কেকে ফাউন্ডেশন’ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির অধীনে সুদমুক্ত ঋণদান কার্যক্রমের বেশকিছু প্রকল্পের  মধ্যে ‘প্রোজেক্ট স্বনির্ভর’ অন্যতম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেকে ফাউন্ডেশন ও এক্স ইনডেক্স কোম্পানির চেয়ারম্যান, স্থপতি মোঃ মাজহারুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ও এক্স ইনডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহিন মাজহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেকে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও এক্স ইনডেক্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মামুনুর রশীদ FCMA.     

ইসলামি শরিয়াহ অনুযায়ী আরবি শব্দ ‘কর্য-এ হাসনাহ’র অর্থ সুদমুক্ত ঋণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করাই এই সুদমুক্ত ঋণদান কার্যক্রমের মূল লক্ষ্য। এই কার্যক্রমের আওতায় এবার ৫৬ জন নিম্ন ও মধ্য আয়ের মানুষকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। যাদের মধ্যে অধিকাংশই মহিলা উদ্যোক্তা। এছাড়া ঋণ গ্রহীতাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেমন: রিক্সা/ভ্যান চালক, মুদি দোকানদার, গয়নার কারিগর ও বিক্রেতাসহ অন্যান্য উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিফাত-ই আযম। তিনি বলেন- সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের জন্য এটি একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প যা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে একমাত্র ‘কেকেএফ’ পরিচালনা করছে। তিনি আশাবাদ ব্যাক্ত করেন এই বলে যে- সমাজের স্বচ্ছল সমমনা ব্যক্তিদের থেকে তাদের অলসভাবে পড়ে থাকা অর্থ ‘কর্য-এ হাসনাহ’র মাধ্যমে ফাউন্ডেশনের তহবিলে আসলে পরবর্তীতে আরও বেশি সংখ্যক মানুষকে এই সেবার আওতায় আনা সম্ভব হবে। 

ঋণ গ্রহীতাদের অনুভূতি বর্ণনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। ঋণ গ্রহীতারা জানান যে বিভিন্ন সংস্থা থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করে অবস্থার তেমন উন্নতি করা সম্ভব নয়। বরং দিনদিন ঋণের বোঝা বেড়েই যায়। ‘প্রোজেক্ট স্বনির্ভর’-এর মতো সুদমুক্ত ঋণদান ব্যবস্থা ছিলো তাদের কাছে রূপকথার গল্পের মতো। তিনবারের মতো ঋণ পাচ্ছেন এমন একজন ঋণ গ্রহীতার মাধ্যমে জানা যায় “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি আগের থেকে। প্রথমবার ‘কেকেএফ’ থেকে ঋণ নিয়ে  টিকে থাকার সংগ্রাম সহনীয় পর্যায়ে আসে। মনে বহু শঙ্কা জাগতে থাকে যে আরেকবার এই যাদুর ঋণ পাওয়া যাবে কিনা? ‘কেকেএফ’ পরে শুধু সুদমুক্ত ঋণই দেয়নি আমার ব্যবসায়ে ভালো মানের পণ্য সঠিক দামে পাওয়ার ব্যবস্থাও করে দেয়। আমি আমার অবস্থার অনেক উন্নতি করতে পেরেছি। বাইরে থেকে চড়া সুদে নেওয়া ঋণ পরিশোধ করে এখন আমি সুদের শোষণ থেকে রক্ষা পেয়েছি। ইনশাল্লাহ এবারের ঋণটি নিয়ে পুরোপুরি স্বনির্ভর হতে পারবো বলে আশা রাখি।” অনুষ্ঠানে অন্যান্য ঋণ গ্রহীতা ও উদ্যোক্তাদের কাছ থেকেও একই ধরনের অনুভূতির বর্ণনা  পাওয়া যায়। 
 
প্রধান উপদেষ্টা ও এক্স ইনডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহিন মাজহার বলেন- তিনি এবং তার ব্যবসা প্রতিষ্ঠান এমন একটা ভালো কাজের অংশ হিসেবে থাকতে পেরে মহান আল্লাহ এবং ‘কেকেএফ’-এর কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে তিনি এবং তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও নিবিড়ভাবে এমন কাজের সাথে জড়িত থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। কেকে ফাউন্ডেশন-এর কোষাধ্যক্ষ ও এক্স ইনডেক্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মামুনুর রশীদ বলেন- এমন প্রকল্প বাস্তবায়নের অংশ হতে পেরে তিনি অভিভূত। তার পক্ষ থেকে এমন তহবিল সংগ্রহে ‘কেকেএফ’-কে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং উদ্যোক্তাদের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।  

বিশেষ অতিথিদের পর বক্তব্য রাখেন প্রধান অতিথি, স্থপতি মোঃ মাজহারুল কাদের। তিনি বলেন- উদ্যোক্তাদের অনুভূতি তাকে আবেগ আপ্লুত করেছে। প্রকল্পের শুরুতে তিনি এতোটা সাফল্য প্রত্যাশা করেননি। তিনি প্রকল্প কর্মী এবং উদ্যোক্তাদের কাছে এতো সফলভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানের শেষে ‘কেকে ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী রাফিয়া সুলতানা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গ্রুপ ফটোসেশন ও ঋণ বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়। 

 

আরএস/

×