ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ঘুড়ির জন্য বন্ধ থাকা মেট্রোরেল চালু

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ঘুড়ির জন্য বন্ধ থাকা মেট্রোরেল চালু

মেট্রোরেল

প্রায় এক ঘণ্টা পর চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘুড়ি আটকে যায়। এর ফলে মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেল সার্ভিস বন্ধ থাকে। ঘুড়ি অপসরণের পর ফের চালু হয়েছে মেট্রো।

এদিকে বসন্তের প্রথম দিনে সকাল থেকেই মেট্রোরেলের প্রতিটি স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘুড়ির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন সমস্যার সমাধান হয়ে গেছে। মেট্রোরেল চলাচল করছে।

এর আগেও কারিগরি ত্রুটির কারণে কাজীপাড়া স্টেশনে আটকে পড়েছিল মেট্রোরেল। প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে চলাচল শুরু হয়। এ ঘটনায় মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

 

এস

সম্পর্কিত বিষয়:

×