ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সূতিভোলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএনসিসি

প্রকাশিত: ২০:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪

সূতিভোলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএনসিসি

উচ্ছেদ অভিযানে মেয়র আতিকুল

রাজধানীর সাতারকূল-ভাটারা একশো ফুট এলাকায় সূতিভোলা খালের উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যে খালের অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। শুরুতে ডিএনসিসি মেয়র সূতিভোলা খাল এবং পরবর্তী সময়ে পাশের সমুদ্র খালের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় মেয়রের উপস্থিতিতে খালের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা ইটের তৈরি ওয়াল ভেঙে দিয়ে প্রায় আধা কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মাহে আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

 

এস

×