ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মেট্রোরেল চলাচলে বিঘ্ন, এক ঘন্টা পর স্বাভাবিক

প্রকাশিত: ১৬:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ১৭:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪

মেট্রোরেল চলাচলে বিঘ্ন, এক ঘন্টা পর স্বাভাবিক

মেট্রোরেল

উত্তরা-মতিঝিল রুটে সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে তিনটার দিকে বিদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ হবার এ খবর পাওয়া যায়। মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জনকন্ঠকে বলেন,  বিদ্যুতিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকে মেট্রোরেল। একটি দল কারিগরি ত্রুটি মেরামতে কাজ করছে। তবে, এটি কী ধরনের কারিগরি ত্রুটি তা জানা যায়নি।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক  জনকন্ঠকে বলেন, বিদ্যুতিক ত্রুটির কারণে সাময়িক মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। 

প্রসঙ্গত, এদিকে সকাল থেকেই মেট্রোর উত্তরা স্টেশনসহ অন্যান্য স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। সপ্তাহের প্রথম কর্মদিবস ও ইজতেমার শেষ দিন হওয়ায় প্রচণ্ড ভিড় ঠেলেই মেট্রোতে গন্তব্যে ফেরার চেষ্টা করছিল যাত্রীরা।

 

এস

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×