ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মানিব্যাগে লুকিয়ে আনা স্বর্ণ ধরা পড়লো বিমানবন্দরে

প্রকাশিত: ১৬:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪

মানিব্যাগে লুকিয়ে আনা স্বর্ণ ধরা পড়লো বিমানবন্দরে

স্বর্ণের বার

২৮টি স্বর্ণের বার ও ১টি স্বর্ণের মুদ্রা যার দাম ৩ কোটি টাকার বেশি। এসবই তিনটি মানিব্যাগে লুকিয়ে রেখেছিলেন দুবাইফেরত এক যাত্রী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তার কাছ থেকে এসব উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এসেছিলেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এম মাসুদ ইমামের শরীর তল্লাশি করে প্রথমে একটি মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। পরে আরও ২টি মানিব্যাগ পাওয়া যায়, এর মধ্যে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। 

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

 

 

এস

সম্পর্কিত বিষয়:

×