ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

চট্টগ্রামের যাত্রীদের সরাসরি সৌদি আরব নিতে ফ্লাইট চালু

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামের যাত্রীদের সরাসরি সৌদি আরব নিতে ফ্লাইট চালু

যাত্রীদের সরাসরি সৌদি আরব নিতে ফ্লাইট চালুর ঘোষণা

চট্টগ্রামের যাত্রীদের সরাসরি সৌদি আরব নিতে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে যাত্রীদের সরাসরি জেদ্দা নিয়ে যাবে এয়ারলাইন্সটি।

সাউদিয়া ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে ফ্লাইট পরিচালনার সব ধরনের অনুমতি নেওয়া হয়েছে। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে ৪ দিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি আসা-যাওয়া করবে। 

এই রুটে বোয়িং ৭৭৭-৩০০-ইআর এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট চালাবে সাউদিয়া।

বর্তমানে চট্টগ্রাম-জেদ্দা রুটে একমাত্র ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সাউদিয়া বর্তমানে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করে।

এবি 

×