ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নিজ এলাকায় যাওয়া হলো না রাষ্ট্রপতির

প্রকাশিত: ২০:৫৮, ১৫ জানুয়ারি ২০২৪

নিজ এলাকায় যাওয়া হলো না রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

 বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফরের প্রথম দিন স্থগিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার পাবনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বলে পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানান।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সফর স্থগিত করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন, সেটা জানানো হয়নি।

রবিবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত এক সফরসূচিতে বলা হয়, রাষ্ট্রপতি চারদিনের সফরে ১৫ জানুয়ারি নিজ শহর পাবনা যাবেন। ১২টা ৩০ মিনিটে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডে তিনি হেলিকপ্টারযোগে উপস্থিত হবেন। তারপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব ওনার নিয়ে সেখানে বিশ্রাম ও রাত্রি যাপন করবেন।

এ কয়েকদিনে তিনি স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ১৮ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানানো হয়েছিল।

 

এস

সম্পর্কিত বিষয়:

×