ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, চালক নিহত

প্রকাশিত: ২১:৪৪, ৮ জানুয়ারি ২০২৪

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, চালক নিহত

তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে

রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। নিহত ব্যক্তির নাম মিলন। তিনি প্রাইভেটকারটির চালক। আহত ব্যক্তির নাম মাহবুব, তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ের নাখালপাড়ার হোসেন আলী স্কুলের পাশে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিকল হয়ে একটি প্রাইভেটকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমেছিল। তখন পেছন দিক থেকে এসে একটি বাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ওসি জানান, বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

এস

সম্পর্কিত বিষয়:

×