প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এবং সোমবার (৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানান মোদি। এসময় সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণেরও প্রশংসা করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে করা পোস্টে মোদি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও মানবকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধতার কথাও উল্লেখ করেছেন মোদি।
এম হাসান