ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনে ভোট 

প্রকাশিত: ১৭:৩৮, ৮ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৮:০৩, ৮ জানুয়ারি ২০২৪

১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনে ভোট 

গৌরীপুর মানচিত্র

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

সোমবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এবারের নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।’  গতকাল রবিবার অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দখল, ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ফলে এক কেন্দ্রের অনিয়মে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল ঘোষণা।

ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের ৯২টির মধ্যে প্রাপ্ত ৯১ কেন্দ্রে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারের কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×