ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মারাই গেল সেই আয়ান

প্রকাশিত: ০৯:১৯, ৮ জানুয়ারি ২০২৪

মারাই গেল সেই আয়ান

আয়ান

অবশেষে মারা গেলেন আয়ান। কিছুক্ষণ আগে আয়ানকে মৃত ঘোষনা করা হয়েছে। 
সুন্নতে খাতনা করতে গিয়ে জীবনটাই গেল ৫ বছরের আয়ানের।

গত ৩১ ডিসেম্বর অভিভাবকদের অনুমতি ছাড়াই ৫ বছরের আয়ানকে ফুল এ্যানেসথিসিয়া (জেনারেল)  দিয়ে সুন্নতে খাতনা (মুসলমানী) করিয়েছে সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সেন্স না আসায় পরে সেখান থেকে পাঠানো হয় গুলশান ২ ইউনাইটেড হাসপাতালে।  

সেখানে পি আই সি ইউতে লাইভ সাপোর্টে রেখে  ৮ দিন পর আজ কিছুক্ষন আগে আয়ানকে মৃত ঘোষনা করা হয়েছে। টার্গেট করেই নির্বাচনের দিনটি হাসপাতাল বেছে নিয়েছে বলে মনে করেন শোকাভিভূত পরিবার, যাতে গণ মাধ্যমে বিষয়টি নিয়ে কম প্রচার পায়। 

 গত ৩১ ডিসেম্বর এই ঘটনার পর থেকে বাচ্চাটির আর সেন্স ফেরেনি। অভিযোগ জানানো বাচ্চার (আয়ান) এর পরিবার গণ মাধ্যমের সহযোগিতা চাচ্ছেন।

তাসমিম

×