ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২৩:০১, ৫ জানুয়ারি ২০২৪

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে

আগুনে পুড়ল ট্রেন। ছবি: জনকণ্ঠ

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ট্রেনে আগুনের ঘটনায় সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×