ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন: নিহত ৫

প্রকাশিত: ২২:৫২, ৫ জানুয়ারি ২০২৪; আপডেট: ২২:৫৫, ৫ জানুয়ারি ২০২৪

বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন: নিহত ৫

ট্রেনে আগুন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনের আগুনের ঘটনায় মোট নিহত ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন কমান্ডার মঈন।

আসিফ মোহাম্মদ খান (৩০) নামে একজন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী নাতাশা জেসমিন (২৫) আগুনে পুড়ে মারা গেছেন। 

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে আসিফকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আসিফের বাবা সিদ্দিকুর রহমান খান জানান, তাদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়ায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে বেনাপোল এক্সপ্রেসে করে তার স্ত্রীসহ ঢাকায় ফিরছিলেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আসিফের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×