ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রামপুরায় গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ মামলা

প্রকাশিত: ২১:১২, ১ জানুয়ারি ২০২৪

রামপুরায় গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ মামলা

রামপুরা থানা

রাজধানীর রামপুরা বনশ্রীতে গৃহকর্মী আসমা বেগমের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও বাসাটিতে অগ্নিসংযোগ করে গাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এই দুই মামলার একটির বাদী পুলিশ এবং অপরটির বাদী হয়েছেন বাসার মালিকের গাড়িচালক। অপমৃত্যুর মামলা বাদে বাকি দুটিতে হাজারের ওপর অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে আমিসহ আহত হই পুলিশের ৩ সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে ৩টি মামলা হয়েছে। একটি মামলায় নিহত আসমার ছেলে আজিজুল বাদী হয়েছে। অন্য দুটির মধ্যে একটির বাদী পুলিশের এসআই কামরুল ইসলাম ও বাসার মালিকের গাড়িচালক উজ্জ্বল ভূঁইয়া।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করব। ইতোমধ্যে কয়েকজনকে শনাক্তও করা হয়েছে।

 

 

এস

সম্পর্কিত বিষয়:

×