বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
থার্টিফার্স্ট নাইট ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩১ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে যে কোনো নাশকতা বা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।
এদিকে ইংরেজি নববর্ষের অনুষ্ঠান প্রকাশ্য স্থানে কোনো ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে ১২ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।
রবিবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এস