ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দিনে নাপিত, রাতে ছিনতাইকারী

প্রকাশিত: ১৭:০৪, ১৫ ডিসেম্বর ২০২৩

দিনে নাপিত, রাতে ছিনতাইকারী

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার মো. সোহাগ হোসেন

ডিএমপির তেজগাঁও থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে মো. সোহাগ হোসেন (২৮) একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়। সোহাগ দিনে সেলুনে চাকরি করে আর রাতে ছিনতাই করে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়। গতকালও সোহাগ ও তার গ্রুপ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়। সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। চাকরি শেষে ছিনতাই করে।

 

এবি 

সম্পর্কিত বিষয়:

×