ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেট্রোরেলের পিলারে বিহঙ্গ বাসের ধাক্কা

প্রকাশিত: ২১:০৫, ১২ ডিসেম্বর ২০২৩

মেট্রোরেলের পিলারে বিহঙ্গ বাসের ধাক্কা

পিলারে বিহঙ্গ পরিবহনের বাসের ধাক্কা।

দুই বাসের প্রতিযোগিতায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা মেরেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বাসে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ সচিবালয় মেট্রোস্টেশনে বিকাল পৌনে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। পিলারে ধাক্কা দেওয়া বাসটি বিহঙ্গ পরিবহনের বলে জানা গেছে। ঘটনার কিছুক্ষণ পরেই বাসটি দুর্ঘটনাস্থল থেকে চলে যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরানা পল্টন থেকে ছেড়ে আসা হাইকোর্ট অভিমুখী মিডলাইন পরিবহন ও বিহঙ্গ বাস প্রেস ক্লাবের সামনে থেকে আগে যাত্রী তুলতে প্রতিযোগিতা শুরু করে। বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে এগিয়ে যাওয়ার সময় একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে বিহঙ্গ বাসটি পিলারে এসে ধাক্কা খায়।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×