এসিউরেন্স গ্রুপের চেয়ারম্যান গাউস ইউ খান উত্তরা ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ছবি: সংগৃহীত
সফল উদ্যোক্তা এবং এসিউরেন্স গ্রুপের চেয়ারম্যান গাউস ইউ খান উত্তরা ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৪ সালের জন্য ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আরো দশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন : এমপির বাড়িতে পাওয়া গেল ৩৫৩ কোটি
তাদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ, সালমান মাহমুদ, শাহাদত রেজা (শামীম), নকিব উদ্দিন সরকার অপু, এএম মাহমুদুর রহমান, কাজী সারোয়ার হাবিব, তানভীর আহমেদ, গোলাম মাওলা, তামিমুর আজাদ এবং শাবানা আলম। উত্তরা মডেল টাউনের এক নম্বর সেক্টেরে অবস্থিত উত্তরা ক্লাবের সদস্য সংখ্যা দুই হাজার ৪শ’। এর মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবাসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ইত্যাদি।