ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

aiub
aiub

১৫ জনকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলো মিরপুর থানা পুলিশ 

প্রকাশিত: ১৯:১২, ৫ ডিসেম্বর ২০২৩

১৫ জনকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলো মিরপুর থানা পুলিশ 

প্রকৃত মালিকের মোবাইল হস্তান্তর

এক দিনেই ১৫ জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ৫৫টি মোবাইল ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া ১৫টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল উদ্ধারে মিরপুর মডেল থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে জিডি করেছেন ভুক্তভোগীরা। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলের মধ্যে ১৫টি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা  হয়েছে। বাকি মোবাইল প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হয়নি। তিন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত এই টিম এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। 
 

 

ফজলু

×