শাহজাহান ওমর, শওকত মাহমুদ, শমসের মবিন চৌধুরী, সৈয়দ একরামুজ্জামান, মঞ্জুর আলম, তৈমুর আলম খন্দকার, শাহ আবু জাফর, মেজর আক্তারুজ্জামান, জিয়াউল হক মোল্লা
বিএনপি বর্জন করলেও এ দলের ৫২ জন নেতা দল থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন। এর মধ্যে অধিকাংশই সাবেক সংসদ সদস্য। এ ছাড়াও পরিচিতি কম এমন আরও অনেক স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মী এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে ঝালকাঠি-১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা সাবেক আইন প্রতিমন্ত্রী ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর। বিএনপি নির্বাচনে না যাওয়ার প্রতিবাদে দলের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি।
এ ছাড়াও বিএনপির সাবেক প্রভাবশালী ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপির আরেক সাবেক ভাইস চেয়ারম্যান ও এক সময়ের দলীয় কূটনৈতিক সেলের প্রধান শমসের মবিন চৌধুরী তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পাশাপাশি তিনি সিলেট-৬ আসনে নির্বাচনে সোনালি আঁশ প্রতীকে নির্বাচন করছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমূর আলম খন্দকার সম্প্রতি তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এবার নারায়ণগঞ্জ-১ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবুজাফর দল থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দল বিএনএম-এ যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করছেন। এ আসন থেকে ১৯৭৯ সালে আওয়ামী লীগের, ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির এবং ২০০৫ সালের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শাহ মোহাম্মদ আবু জাফর। দলটির আরেক প্রভাবশালী নেতা ১৯৯১ ও ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার রাজনীতিতে পরিচিত মুখ বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং চারবারের সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বগুড়া-৪ আসন থেকে।
মেহেরপুর-২ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গনি, ঝিনাইদহ-২ আসনে নির্বাচন করছেন বিএনপি দলীয় সাবেক এমপি আব্দুল ওহাব। এ ছাড়াও বিএনপি দলীয় সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন নির্বাচন করছেন সুনামগঞ্জ-৪ আসন থেকে, বরগুনা-২ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি দলীয় সাবেক এমপি আবদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি দলীয় সাবেক এমপি সি.এম. সাফি মাহমুদ।
টাঙ্গাইল-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দলটির বগুড়ার প্রভাবশালী নেতা মোহাম্মদ শোকরানা নির্বাচন করছেন বগুড়া-১ আসন থেকে।
সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচন করছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে নির্বাচন করছেন বিএনপি দলীয় সাবেক এমপি এসএম শাহীন।
গাজীপুর-১ আসনে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, রাজবাড়ী-১ আসনে নির্বাচন করছেন বিএনপি নেতা স্বপন সরকার, টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচন করছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও করটিয়া সাদত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু।
ঢাকা-২০ আসন থেকে নির্বাচন করছেন ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, চট্টগ্রাম-৬ আসনে নির্বাচন করছেন চট্টগ্রাম জেলা বিএনপির সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি নাজিম উদ্দিন, ময়মনসিংহ-৯ আসনে নির্বাচন করছেন সাবেক ছাত্রদল নেতা আবু জুনায়েদ বিল্লাল, মৌলভীবাজার-১ আসনে নির্বাচন করছেন জেলা বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, ঢাকা-৩ আসনে নির্বাচন করছেন ছাত্রদল নেতা ইমান আলি ইমন, নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জেলা বিএনপির নেতা চাঁন মিয়া এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করছেন। তার ছেলে মুহাম্মদ কায়সারের নামেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। নীলফামারী-১ আসনে নির্বাচন করছেন বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট নুর কুতুব আলম চৌধুরী, মৌলভীবাজার-১ আসনে নির্বাচন করছেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, চাঁদপুর-৪ আসনে নির্বাচন করছেন ছাত্রদল ও বিএনপির সাবেক নেতা ড. মোহাম্মাদ শাহজাহান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেলয়ার হোসেন খান দুুলু ময়মনসিংহ-৪, দেলদুয়ার উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ (টাঙ্গাইল-৬), আসমা শহীদ ফরিদপুর-২ আসনে, সিদ্দিকুল আলম সিদ্দিক নীলফামারী-৪, মাওলানা মতিন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে, শাহ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে, গাজীপুর-১ আসনে জব্বার সরকার, ঠাকুরগাঁও-২ আসনে মোজাফ্ফর আহমেদ এবং চাঁদপুর-৪ আসনে আব্দুল কাদের তালুকদার নির্বাচন করছেন।
এ ছাড়াও নির্বাচন করছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন, নেত্রকোনার মদন উপজেলা বিএনপি নেতা ও কৃষক দলের আহ্বায়ক আল মামুন, বিএনপির অঙ্গ সংগঠন জাসাস নেত্রী ডলি সায়ন্তনী, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল বগুড়া-৭ আসন থেকে, বগুড়া জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম-বগুড়া-২ আসন থেকে, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান ওরফে মন্টু।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল যশোর-৪ আসন থেকে নির্বাচন করছেন, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বরিশাল-৪ আসন থেকে, গণঅধিকার পরিষদের রাজশাহী বিভাগের প্রধান সমন্বয়ক মেজর (অব) বদরুল আলম সিদ্দিকী নিজ এলাকা থেকে, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবদুল মালেক ফরাজী ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচন করছেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফ আলী মাদানী সুনামগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করছেন।