ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘অনলাইন ও প্রিন্টে’ জনবল নিয়োগ দেবে দৈনিক জনকণ্ঠ

প্রকাশিত: ২০:৫৮, ৮ নভেম্বর ২০২৩; আপডেট: ১৪:৫১, ৯ নভেম্বর ২০২৩

‘অনলাইন ও প্রিন্টে’ জনবল নিয়োগ দেবে দৈনিক জনকণ্ঠ

দৈনিক জনকণ্ঠ।

বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক জনকণ্ঠ’-এর অনলাইন ও প্রিন্ট সেকশনের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ২৬ নভেম্বর। 

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও জীবন বৃত্তান্ত ই-মেইল অথবা ডাকযোগে অতিসত্বর পাঠাতে বলা হয়েছে।

সিনিয়র ও জুনিয়র সহ-সম্পাদক:

দৈনিক জনকণ্ঠ -এর প্রিন্ট সেকশনে ৪ জন সিনিয়র ও জুনিয়র সহ-সম্পাদক নেওয়া হবে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়া, সহ-সম্পাদক পদে কাজ করার কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সহ-সম্পাদক: 

দৈনিক জনকণ্ঠ -এর অনলাইন বিভাগে ২ জন সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হবে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ স্নাতকোত্তর। সেই সঙ্গে সহ-সম্পাদক পদে কাজ করার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

যেভাবে আবেদনপত্র পাঠাবেন:

আবেদনপত্র পাঠাতে পারেন ই-মেইল [email protected] অথবা ডাকযোগে। মানব সম্পদ বিভাগ, জনকণ্ঠ ভবন, ২৪/এ রাশেদ খান মেনন সড়ক (নিউ ইস্কাটন), জিপিও বক্স নং- ২৭২৫, ঢাকা-১০০০।

×