ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেল পথচারী

প্রকাশিত: ১৯:৩৪, ৬ নভেম্বর ২০২৩

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেল পথচারী

মগবাজার ওয়ারলেস  ফ্লাইওভার

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা বেশকয়েকটি রিকশা, ভ্যানকে চাপা দিলে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, মগবাজার ওয়ারলেস গেটে মেইন রোডে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, সবজির ভ্যানসহ বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হন। গুরুতর ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।

তিনি আরও জানান, মঞ্জিল পরিবহন যাত্রীবাহী বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। আহত অজ্ঞাতনামা (৫০) একজনকে ঢাকা মেডিকিলে ভর্তি করানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
 

 

এস

সম্পর্কিত বিষয়:

×