ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীর এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত: ১৯:৫৬, ৪ নভেম্বর ২০২৩

রাজধানীর এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী বাসে আগুন

যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছেছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন লেগেছে। 

খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে বাসটি কোন পরিবহনের তা জানা যায়নি। বাসে কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি, বাসে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।

 

এস

সম্পর্কিত বিষয়:

×