ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্যামলীতে বাসে আগুন

প্রকাশিত: ১৯:৪৮, ১ নভেম্বর ২০২৩

শ্যামলীতে বাসে আগুন

বাসে আগুন

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে

বিএনপির তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ বলছে, দুস্কৃতিকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল বলেন, সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

 

এস

সম্পর্কিত বিষয়:

×