ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

চৌধুরী হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৭:৩১, ১ নভেম্বর ২০২৩

চৌধুরী হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

আদালতে চৌধুরী হাসান সারওয়ার্দী।

লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ নভেম্বর) পুলিশ হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চৌধুরী হাসান সারওয়ার্দীকে পল্টন থানার মামলায় গতকাল মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান হাসান সারওয়ার্দী। সেখানে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

গত রবিবার  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফীকে গ্রেপ্তার করে পুলিশ। মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি গত রবিবার পল্টন থানায় বাদী হয়ে আরেফি, হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনের নামে মামলা করেন।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×