ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজপথে থেকে এ হরতাল প্রতিহত করব

প্রকাশিত: ১৭:২০, ২৮ অক্টোবর ২০২৩; আপডেট: ১৭:২৮, ২৮ অক্টোবর ২০২৩

রাজপথে থেকে এ হরতাল প্রতিহত করব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন >>  পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, সাংবাদিকসহ গুলিবিদ্ধ ২৫

মেয়র তাপস বলেন, আগামীকাল বিএনপি হরতাল ডেকেছে, আমরা এ হরতাল মানি না। আমরা রাজপথে থেকে এ হরতাল প্রতিহত করব। 

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ফকিরাপুলে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন >>  ফকিরাপুলে হামলায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশের ৪১ সদস্য আহত হওয়ার খবর মিলেছে।

উল্লেখ্য, নয়াপল্টনে পূর্ব ঘোষিত বিএনপির ডাকা সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

এস

×