ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রকাশিত: ১৮:৫২, ২৪ অক্টোবর ২০২৩

বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জন

শারদীয় দুর্গাপূজার শেষদিন আজ। সেই উপলক্ষে কঠোর নিরাপত্তায় এদিন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রথমে বিকেল সাড়ে ৩টায় বুড়িগঙ্গার বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জন দেয় ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি। এর মাধ্যমে দেবীকে বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট এলাকার বীণাস্মৃতি স্মানঘাটে ঢাকার বিভিন্ন মণ্ডপ থেকে আসা প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এসময় তারা মন্ত্র পাঠ করছেন। রায়সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত দীর্ঘ লাইনে ঢাকার বিভিন্ন মণ্ডপের প্রতিমা সদরঘাট আসছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

অন্যদিকে কোস্ট গার্ডের ডুবুরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাবসহ নৌ-পুলিশ কঠোর নিরাপত্তা দিচ্ছে। দেবী বিসর্জন উপলক্ষে ভিক্টোরিয়া পার্ক, সদরঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নদীতে সার্বক্ষণিক পাহারা দিচ্ছে নৌ-পুলিশ ও ডুবুরি দল।

বিসর্জন ঘাটের পুলিশ বক্সে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই সোহান জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জন হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিমা নিয়ে পূজা কমিটি আসছে।

তিনি আরও জানান, যারা সাঁতার জানে না তাদের নৌকায় উঠতে দেওয়া হচ্ছে না। আমাদের নৌ-পুলিশ, ডুবুরি দল নদীতে রাউন্ড দিচ্ছে। বিভিন্ন ঘাটে রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার ২৪৬টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

এস

সম্পর্কিত বিষয়:

×