ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে তিতুমীর কলেজের ছাত্রীর লাশ উদ্ধার 

প্রকাশিত: ১৯:১১, ১ অক্টোবর ২০২৩

রাজধানীতে তিতুমীর কলেজের ছাত্রীর লাশ উদ্ধার 

খিলগাঁও থানা।

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে সুমাইয়া তাসমিন সুরমা (২৪) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ টেকপাড়ার একটি টিনসেড বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, নাসিরাবাদ টেকপাড়া তাদের নিজেদের বাড়ি। বাবা মোহাম্মদ আলী কিছুই করেন না, আর তার মা হালিমা বেগম অনেক আগেই মারা গেছেন। সকালে সুরমাকে বাসায় রেখে তার বাবা বাসার বাইরে যান। দুপুর ১২টার দিকে তিনি বাসায় এসে দেখেন, সুরমা ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে খবর পেয়ে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি জানান, ‘ওই তরুণী সরকারি তিতুমীর কলেজ থেকে মাষ্টার্স শেষ করেছেন। বর্তমানে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ছয় বছর আগে নিজে পছন্দ করে বিয়ে করেছিল তিনি। তবে কিছুদিন পর ডিভোর্স হয়ে যায়। কি কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নাই স্বজনরা।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×