ছবি: সংগৃহীত।
১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি কর্তৃপক্ষ এক নোটিশে এ তথ্য জানিয়েছেন।
নোটিশে বলা হয়, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন :এবার অপু বিশ্বাসের নামে থানায় জিডি
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার বন্ধ রয়েছে। মঙ্গলবার সারাদিন বন্ধ থাকবে তবে বুধবার সকালে চালু হবে।
এমএম